জিয়াউর রহমান এর রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশী জাতীয়তাবাদের জাতীর জনক ও আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা ও
জেড ফোর্সের অধিনায়ক ও সেক্টর কামান্ডার বীর মুক্তিযুদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ( বীর উত্তম ) এর রাষ্ট্রীয় খেতাব ফ্যাসিবাদী বাকশালি আওয়ামী সরকার কর্তৃক সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় বাতিলের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের উদ্যোগে ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্টিত হয় গত কাল সোমবার বিকাল ৩.৩০ মিনিটে।যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহীন আহমেদ নাসিরের সভাপতিত্বে ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হুসেনের পরিচালনায় – প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন বিএনপি স্তায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান, প্রধান বক্তা ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু সালেহ প্রিন্স,যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ন সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ন সম্পাদক কামাল উদ্দিন, খসরুজ্জামান খসরু, আসাদুজ্জামান আহমেদ, লন্ডন মহানগর বিএনপি’র সভাপতি তাজুল ইসলাম ,সাধারণ সম্পাদক আবেদ রাজা, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুক্তরাজ্য জাসাস এর সভাপতি এমাদুর রহমান এমাদ, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হুসেন সহ আরো অনেক সিনিয়র নেত্রীবৃন্দ।যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন এর স্বাগত বক্তব্যর মাধ্যমে অনুষ্টানটি শুরু করা হয় এর পর যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক বদরুল ইসলাম, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: সাদেক আহেমদ, সভাপতি কামাল মিয়া, যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম, আলিম আল রাজি সহ অসংখ্য নেতাকর্মী ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন,বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রের মুক্ত ধারা বইয়ে দিয়েছে। বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্র, সংবাদ পত্রের স্বাধীনতা, মানুষের কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই সহধর্মিণী, বেগম খালেদা জিয়া ৯ বছর সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এই গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে। জনাব নজরুল ইসলাম খাঁন বলেন, বেগম খালেদা জিয়াকে বন্দি করেছে কারণ তাকে বন্দি না করলে দিনের ভোট রাতে করা যেত না।
তিনি বলেন, বায়ান্নর যে রক্তস্নাত চেতনা, যে আত্মত্যাগ সেটা আসলে ছিলো অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেটা আজও আমাদের উদ্বুদ্ধ করে, আমাদের সাহসী করে। বায়ান্নর চেতনা আমাদের চেতনাকে শাণিত করেছে, ধারালো করেছে বলেই আজও আমরা দৈত্যের ন্যায় একটা কতৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই করে বিএনপিসহ বিরোধী দল বিরোধীমত এক কাতারে দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি। সভায় আরোও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অন্জনা আলম, ডাঃ ইসরাত রশিদ ,জাপান স্বেচ্ছাসেবক দলের সভাপতি হুসেন হায়দার, সিংগাপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহীম,সাউথ আফ্রিকা স্বেচ্ছাসেবক দলের মুরাদ খাঁন,সিলেট থেকে আফছর খান, সাজিয়া মিতি, সুমু ফারহানা,ফয়সাল চৌধুরী,স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম সরদার শওকত, আবু সাঈদ চৌধুরী শাকিল, তারেক আজিজ, মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আমিরুল ইসলাম শাহেদ,আফজল হোসেন,প্রমুখ।