মার্চে দেশজুড়ে সভা করতে চায় বিএনপি
স্বাধীনতার মাসে দেশজুড়ে সভা করতে চায় বিএনপি। এ জন্য কর্মসূচি পালনের অনুমতি ও অনুষ্ঠানের নিরাপত্তা চেয়ে আজ বুধবার বিএনপি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সঙ্গে দেখা করেছেন।
পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটি’ ব্যানারে মার্চে দেশব্যাপী কর্মসূচি পালন করতে চায় বিএনপি।বিজ্ঞাপনhttps://1fc9857ce788e2acecd711c688bb7aad.safeframe.googlesyndication.com/safeframe/1-0-37/html/container.html
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বিএনপির প্রতিনিধিদলের সদস্যদের প্রতিটি কর্মসূচি ও অনুষ্ঠানস্থলের জন্য আলাদাভাবে ঢাকায় ও ঢাকার বাইরে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার পরামর্শ দেন। এ ছাড়া অনুমোদন পেলেও করোনা পরিস্থিতি বিবেচনায় ‘ইনডোর অনুষ্ঠান’ করা এবং যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ জানান আইজিপি।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. আবদুস সালাম, বিজন কান্তি সরকার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।