দম আটকানো ম্যাচে শেষ ষোলোয় ডেনমার্ক

জয়ের পর শেষ ষোলোয় ওঠার আনন্দে উদ্বেল ডেনমার্কের খেলোয়াড়েরা।

জয়ের পর শেষ ষোলোয় ওঠার আনন্দে উদ্বেল ডেনমার্কের খেলোয়াড়েরা।ছবি: রয়টার্স

সবার আগে নিজেদের কাজটা সারতে হবে। জিততে হবে রাশিয়ার বিপক্ষে। ডেনমার্ক এ কাজটা সেরেছে দারুণভাবেই। পাশাপাশি খোঁজ রাখতে হচ্ছিল একই সময়ে রাশিয়ার ক্রেস্টভ স্টেডিয়ামে শুরু হওয়া বেলজিয়াম-ফিনল্যান্ড ম্যাচেও।

ফিনল্যান্ড বেলজিয়ামের কাছে হারলে এবং ডেনমার্ক নিজেদের ম্যাচটা বড় ব্যবধানে জিতলে গ্রুপের সেরা দ্বিতীয় দল হিসেবে উঠবে ইউরোর শেষ ষোলোয়। এই সমীকরণ মিলিয়ে শেষ পর্যন্ত শেষ ষোলোয় উঠেছে ডেনমার্ক।l

ঘরের মাঠ কোপেনহেগেনে ‘বি’ গ্রুপের তলানির দল হিসেবে রাশিয়ার মুখোমুখি হয় ডেনিশরা। অন্যদিকে শ্রেয়তর গোলব্যবধান ও ৩ পয়েন্ট নিয়ে মাঠে নামার আগে রাশিয়া ছিল টেবিলে দ্বিতীয়। সমান ৩ পয়েন্ট পাওয়া ফিনল্যান্ড ছিল তিনে।

কিন্তু দুই জায়গায় ৯০ মিনিটের লড়াই শেষে শীর্ষস্থানীয় বেলজিয়াম বাদে পাল্টে যায় তিন দলের অবস্থান।

শেষ ষোলো নিশ্চিতের পর ডেনমার্ক দলের উদযাপন।
শেষ ষোলো নিশ্চিতের পর ডেনমার্ক দলের উদযাপন।

রাশিয়াকে ৪-১ গোলে চূর্ণ করে ডেনমার্ক। অন্য ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারায় বেলজিয়াম। এতে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল বেলজিয়াম। আর ডেনমার্ক?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *