অনেক খেলা বাকি, কিউয়িদের কাছে হেরে কোহলি
পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। গ্রুপের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার উপক্রম ভারতের। বিরাট কোহলিদের বিশ্বকাপের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বাকি তিন ম্যাচে জিতলেও সেমিতে খেলা নিশ্চিন্ত হওয়া যাবে না। কারণ ভারতকে হারানোয় পাকিস্তানের পর গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে থাকবে কিউয়িরাই।
কিন্তু রোববার এই সীমাহীন লজ্জার হারের পরও দমছেন না কোহলি। তিনি মনে করছেন এখনো ভারতের স্বপ্ন বেঁচে রয়েছে। বলেন, মনে হয় এখনো সব ঠিকই আছে। এখনো অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে।
এ দিন হারের কারণ প্রসঙ্গে ম্যাচের পর কোহলি অবশ্য স্বীকার করলেন, শরীরিভাষাই নিউজিল্যান্ডের থেকে আলাদা করে দিয়েছে তাদের। মাঠে নামার আগেই যে তারা কেঁপে গিয়েছিলেন সেটা স্বীকার করে নিলেন বিরাট কোহলি। বলেছেন, ‘অদ্ভুত লাগছে। ব্যাট বা বল কোনোটাতেই আমরা সাহসী ছিলাম না। মাঠে নামার পর থেকেই আমাদের মধ্যে সাহসের অভাব লক্ষ্য করা যাচ্ছিল। নিউজিল্যান্ড এ ব্যাপারে আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। আমরা যেন শুরু থেকেই চাপে ছিলাম। ব্যাটিংয়ের সময় কেমন যেন দ্বিধাগ্রস্ত ছিলাম।’
প্রত্যাশার চাপেই কি এরকম ফল হচ্ছে? কোহলির উত্তর, ভারতের হয়ে খেলতে নামলে প্রত্যাশা থাকবেই। সমর্থকদের থেকে নয়, বাকি খেলোয়াড়দের থেকেও প্রত্যাশা থাকে। তাই যে ম্যাচেই আমরা নামি না কেন, এই চাপটা সামলাতেই হবে। ভারতের হয়ে খেলতে গেলে এই চাপের সাথে নিজেদের মানিয়ে নিতে হবে। দল হিসেবে ঐক্যবদ্ধ হলে এই চাপ কাটিয়ে ওঠা যায়, যেটা আমরা গত দু’ম্যাচে করতে পারিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা