ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান মোদির

ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে তিনি কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনার আহ্বানও জানান। মঙ্গলবার (৩ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ডেনমার্কের রাজধানী কপেনহাগেনে সংবাদ সম্মেলনে রিপোর্টারদের মোদি বলেন, ‘আমরা ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সমস্যা সমাধানের জন্য সংলাপ ও কূটনীতি গ্রহণের জন্য আবেদন করেছি।’  

কূটনৈতিক সফরে বর্তমানে ইউরোপে অবস্থান করছেন মোদি। 

গত ২৪ ফেব্রিয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য অনেকটা চাপে আছে ভারত সরকার। তবে এখন পর্যন্ত রাশিয়াবিরোধী কোনো অবস্থান নেয়নি ভারত। এমনকি রাশিয়ার বিরুদ্ধে তেমন কথাও বলেনি দেশটি।