রুশ বাহিনী উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে: যুক্তরাজ্য
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাজ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দৈনিক হালনাগাদ তথ্য জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এখন রাশিয়ার সামরিক বাহিনী উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। মঙ্গলবার (৩ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সামরিক বাহিনীকে পুনরুদ্ধার করা আরও কঠিন হবে। একইসঙ্গে দীর্ঘমেয়াদে এটি একটি গতানুগতিক সামরিক বাহিনী মোতায়েনের ক্ষেত্রে দেশটির সক্ষমতাকে বাধাগ্রস্ত করবে।
এতে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি উচ্চ-বিমান, স্থল এবং সমুদ্র সক্ষমতায় বিনিয়োগের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা বাজেট ২০০৫ এবং ২০১৮ এর মধ্যে প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু এরপরও কৌশলগত পরিকল্পনায় ব্যর্থতার কারণে ইউক্রেন যুদ্ধে আধিপত্য বিস্তার করতে পারেনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।