‘রাশিয়ার সঙ্গে যুদ্ধে যোগ দিতে পারে বেলারুশ’

রাশিয়া যেকোনো সময়ে ইউক্রেনে তার মিত্র দেশ বেলারুশের সশস্ত্র বাহিনীকে ব্যবহার করতে পারে এমন সম্ভাবনা কিয়েভ উড়িয়ে দিচ্ছে না বলে ইউক্রেনের রাষ্ট্রীয় বর্ডার সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন। খবর আল জাজিরার।

বেলারুশের সশস্ত্র বাহিনী বুধবার হঠাৎ করে বড় আকারের মহড়া শুরু করার পর আন্দ্রি ডেমচেঙ্কো ওই মুখপাত্র বলেন, ইউক্রেন তার প্রতিবেশীর সামরিক বাহিনীর এই পদক্ষেপের জন্য ‘প্রস্তুত’ ছিল।

প্রসঙ্গত, ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশের সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করার জন্য বুধবার হঠাৎ করে মহড়া শুরু করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পটভূমিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়া প্রতিবেশী দেশ বা সাধারণভাবে ইউরোপীয় সম্প্রদায়ের জন্য কোনো হুমকির কারণ হবে না।

সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে আসছে বেলারুশ।
এর আগে ইউক্রেন যুদ্ধে জড়ানো নিয়ে ভুয়া খবরের বিষয়ে শান্তভাবে প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছিলেন, আমি বহুবার বলেছি, ইউক্রেনে লড়াই করার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু এ বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ এটি এখন সবচেয়ে গরম খবর।
তিনি বলেছিলেন, জিনগতভাবে বেলারুশের জনগণ যুদ্ধ সহ্য করে না। তাই আমাদের শান্তভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।