নিজেকে গাধার সঙ্গে তুলনা করে ভাইরাল ইমরান খান!

প্রধানমন্ত্রীত্ব হারানোর পর বড় রাজনৈতিক কর্মসূচির পথে হাঁটছেন পাকিস্তান তেহেরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর মধ্যে ছোট একটি মন্তব্যের জেরে ভাইরাল হয়েছেন তিনি। খবর জিও টিভির।

ভাইরাল হওয়া পডকাস্টের ছোট একটি অংশে ইমরান খানকে বলতে দেখা যায়, গায়ে ডোরাকাটা দাগ টানলে জেব্রা হওয়া যায় না, গাধা গাধাই থাকে। মূলত একদিন আগে একটি পডকাস্টে রাজনৈতিক ইস্যু ছাড়াও তিনি ভক্ত এবং দলের কর্মীদের সঙ্গে যুক্তরাজ্যে থাকাকালীন বিভিন্ন স্মৃতি শেয়ার করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এসময় অনেক কথার মাঝে ইমরান বলেন, ‘আমাকে যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। কিন্তু আমি কখনো দেশটিকে নিজের বাড়ি মনে করিনি। আমি সব সময় সবার আগে পাকিস্তানি ছিলাম।’ এ কথার পর মুহূর্তেই উদাহরণ টেনে তিনি বলেন, ‘গায়ের মধ্যে ডোরাকাটা দাগ টানলেই একটি গাধা জেব্রা হয়ে যায় না। গাধা গাধাই রয়ে যায়।’ 

উল্লেখ্য, ইমরান এই মন্তব্যে ইংরেজ আর পাকিস্তানির পার্থক্য বুঝাতে গিয়ে ভুলে করে নিজেকেই গাধার সঙ্গে তুলনা করে ফেলেছেন। তার এই মন্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ ইমরান খান এমন মন্তব্যকে ট্রল করেছেন। যদিও এ নিয়ে ইমরান কিংবা তার দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।