InternationalLatestNewsTOP STORIESঅন্যান্যসারাবিশ্ব

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে আসামি ধরতে গিয়ে পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, পারিবারিক নির্যাতন চালানোর অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়ে নিহত হন তারা।

এ ঘটনায় ৪৯ বছর বয়সী অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ।

ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট বলেছেন, পুলিশ যখন অভিযুক্ত ব্যক্তির বাড়িতে পৌঁছে, তখন তারা যেন ‘জমদূতের’ মুখোমুখি হন।

পূর্ব কেন্টাকির পাহাড়ি ছোট শহর অ্যালেনের ঘটনাস্থল থেকে আরো চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবারের ওই হামলায় নিহত পুলিশ সদস্যরা হলেন- ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার, ডেপুটি উইলিয়াম পেট্রি এবং ডগ স্কোয়াডের জ্যাকব চ্যাফিন্স।

হামলায় কে৯ ড্রাগো নামে একটি কুকুরও নিহত হয়েছে।
সূত্র : বিবিসি।