রেগে জি-২০ সম্মেলন থেকে বেরিয়ে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জি-২০ সম্মেলন থেকে বেরিয়ে গেছেন। https://d0802c894e25b1d39f0850f22c17f3ed.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
শুক্রবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবোক জি-২০ জোটের পররাষ্টমন্ত্রীদের সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন।
তিনি তার বক্তব্যে রাশিয়ার সমালোচনা করছিলেন।
ইউক্রেনে হামলা করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে কড়া কথা বলছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।
আর এসব বক্তব্যের প্রতিবাদে তিনি সম্মেলনস্থল থেকে ওঠে চলে যান।
রুশ কূটনৈতিকরা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জি-২০ সম্মেলনের বিকালের অধিবেশনেও যোগ দেননি। ওই সময় ভার্চ্যুয়ালি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার ব্ক্তব্য দেওয়ার কথা ছিল।
তাছাড়া তিনি বিকালের অধিবেশনে যোগ দেননি কারণ ওই সময় কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও রাশিয়ার কড়া সমালোচনা করেন।
এদিকে ইন্দোনেশিয়ার বালিতে চলছে জি-২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন।
এসব সম্মেলনে বড় দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হলেও এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো ধরনের বৈঠক করেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র: আল জাজিরা