জিম্বাবুয়ে সফরে না গিয়ে সিপিএল খেলবেন সাকিব!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে নেই; এরপর জিম্বাবুয়ে সফরেও থাকবেন না সাকিব আল হাসান। এই সময়ে দেশসেরা অলরাউন্ডার ব্যস্ত থাকবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব। ইতোমধ্যে তাকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।  

এর আগেও দুইটি দলের হয়ে সিপিএলে খেলেছেন সাকিব। ২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলেন তিনি। প্রথমবার জেতেন শিরোপাও।

এরপর ২০১৮ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেন সাকিব। ২০১৯ সালে দলটির হয়ে সিপিএলের শিরোপা জেতেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়ানো সাকিব অবশ্য গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাননি। দুই কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল।