‘মিস্টার পারফেক্টশনিস্ট’র ব্যস্ততা কী নিয়ে?
তিন দশক ধরে বলিউড মাতিয়ে রেখেছেন আমির খান। যে কোনো চরিত্রেই সহজে নিজেকে মানিয়ে নেন এই অভিনেতা। তার অভিনয় দক্ষতার জন্য বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ উপাধিটিও তার দখলে।
অনবদ্য অভিনয় আর চমৎকার বাচনভঙ্গি আমির খানকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। অনেক কাজ নয়, সারা বছর শুটিং করে ধামাকা নিয়ে আসাই যেন তার প্রধান বৈশিষ্ট্য।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল আমিরের সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’। কিন্তু এটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল। এরপর চার বছরের জন্য বিরতি। কিন্তু এই সাময়িক বিরতির পর আবারো বড় পর্দায় ফিরছেন আমির। শুধু তাই নয়, সামনের ১৭ মাসে আমির অভিনীত চারটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
এমনকি প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘প্রীতম পেয়্যারে’ নামক ওয়েব সিরিজে একটি গানের দৃশ্যে শুটিংয়ের জন্য রাজস্থানে গিয়েছিলেন আমির। এই সিরিজে আমিরপুত্রকেও প্রথম অভিনয় করতে দেখা যাবে।
আগস্ট মাসেই মুক্তি পেতে চলেছে আমিরের নতুন সিনেমা ‘লাল সিং চড্ডা’। হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর গল্পের অনুসরণে এই সিনেমা বানানো হয়েছে। আমির খান ও কারিনা কাপুর খান ছাড়াও দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যও এই সিনেমায় অভিনয় করবেন। শোনা যাচ্ছে, শাহরুখ খান থাকবেন অতিথি চরিত্রে।
অভিনেত্রী রেবতীর পরিচালনায় মুক্তি পেতে চলেছে ‘সালাম ভেঙ্কি’। নারী চরিত্রকেন্দ্রিক এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কাজল। কাজলের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আমির খানকেও।
‘ধোবি ঘাট’ মুক্তির প্রায় ১০ বছর পর আবার আমির-কিরণ একসঙ্গে কাজ করতে চলেছেন ‘ট ব্রাইডস’ নামের হিন্দি সিনেমায়। বিবাহবিচ্ছেদের পর আমির-কিরণের প্রথম কাজ এটি। ২০২২ সালেই সিনেমাটি মুক্তি পেতে চলেছে বলে শোনা যাচ্ছে।