কেন অধিনায়ক করা হলো সোহানকে, জানাল বিসিবি

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্রামে। শুধু তিন টি-টোয়েন্টির জন্য সোহানকে অধিনায়ক করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। মূলত তার নেতৃত্বগুণের কারণেই এই দায়িত্ব দেওয়া হয়েছে।

টি-টোয়েন্টিতে সোহানের ফর্ম যে খুব ভালো, তেমনও না। এখন অবধি ৩৩ ম্যাচের ২৯ ইনিংসে ব্যাট করে ২৭১ রান করেছেন তিনি। গড় ১২.৯০ আর স্ট্রাইক রেট ১১১.৯৮। তবুও কেন টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হলো সোহানকে?
 
এই প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘সে ঘরোয়া দলে ও প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করেছে। তার মধ্যে আমরা লিডারশিপ কোয়ালেটি দেখেছি। অনেকের সঙ্গে আলাপ হয়েছে। অধিনায়কত্ব কারো একার সিদ্ধান্ত না, এটা বোর্ডের। সবাই মনে করেছে, লিডারশিপটা আছে ওর মধ্যে। ’

‘সোহান প্রমাণিত (অধিনায়ক হিসেবে)। সবাই বলেছে সে আক্রমণাত্মক, স্পিরিটেড। দলকে মোটিভেট করতে পারে। এটা আমরা নির্বাচকদের সঙ্গে আলাপ করেছি আর তাকেই বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্রাম প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, ‘আপনারা জানেন যে টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিলেন। কয়েক দিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে (মাহমুদউল্লাহ) ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদের (তরুণদের) পাঠানো হচ্ছে। ’

‘এই দলটাকে সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজ মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় নিতে চেষ্টা করছি। জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফলাফল, পারফরম্যান্স কী হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে। ’