আবারও টিভি লাইভে আর্ক

এটিএন বাংলায় ১ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে প্রচার হবে লাইভ মিউজিক্যাল শো ‘মিউজিক লাউঞ্জ’।

বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মৌসুমী মৌ।

অনুষ্ঠানের এই পর্বের অতিথি জনপ্রিয় ব্যান্ডদল আর্ক। ৯০ দশকের জনপ্রিয় ব্যান্ডদল আর্ক ছেড়ে এক সময় নিজে নতুন ব্যান্ডদল গঠন করলেও কয়েক বছর ধরে নিজের নেতৃত্বে আর্ক-এর কার্যক্রম পরিচালনা করছেন ব্যান্ড তারকা হাসান।

গানের ফাঁকে ফাঁকে সঞ্চালক অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন তিনি। আলোচনায় উঠে আসবে শিল্পীর সঙ্গীত জীবনের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর সৃষ্টির নেপথ্যের কথা।