আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৫ শিশু নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনিতে ভয়াবহ এক বোমা বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়েছে। একইসঙ্গে অন্তত আরও ২০ জন আহত হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে গিলান জেলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় পাশেই একটি বাড়িতে কোরআন তেলাওয়াত অনুষ্ঠান চলছিল। তবে ওই বিস্ফোরণ নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর বিবিসির

সরকারি কর্মকর্তাদের দাবি, একটি রিকশার পেছনে রাখা বোমা বিস্ফোরিত হয়ে এ ঘটনা। কিন্তু স্থানীয়রা বলছে, শিশুরা পরিত্যক্ত একটি গোলা ফেরিওয়ালার কাছে বিক্রি করতে গেলে সেটি বিস্ফোরিত হয়। এমনকি তালেবানরাও একে দুর্ঘটনা হিসেবে অ্যাখ্যায়িত করেছে।

গজনির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লা জুমাজাদা বলেন, এক ব্যক্তি যন্ত্রচালিত একটি রিকশা নিয়ে গ্রামে প্রবেশের পর শিশুরা তাকে ঘিরে ধরেছিল। সেসময়ই বোমাটি বিস্ফোরিত হয়।

তবে পুলিশের মুখপাত্র আহমাদ খান এ ঘটনাকে হামলা হিসেবে অভিহিত করে এর জন্য তালেবানদের দায়ী করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *