বাস পোড়ানোর মামলায় বিএনপির ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন
বাস পোড়ানোর অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির ১৭৮ নেতাকর্মী।
বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের এক মাসের জামিন দেয়।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। সঙ্গে ছিলেন গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাসেম।
আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, জামিনের মেয়াদ শেষে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের ভোটের দিনে দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ১১টি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় ৯টি থানায় ১৬টি মামলা দায়ের করে পুলিশ।