সিলেট জেলা আ’লীগের নেতৃত্বে লুৎফুর-নাসির, মহানগরে মাসুক-জাকির
সিলেট জেলা ও সিলেট মহানগর আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে মাসুক উদ্দিন আহমদ ও অধ্যাপক জাকির হোসেন।
পদপ্রত্যাশীরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নেওয়ার ইচ্ছা পোষণ করলে ঢাকায় দলীয় প্রধানের সঙ্গে কথা বলে দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন নেতাদের নাম ঘোষণা করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট লুৎফুর রহমান এতদিন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। নতুন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ছিলেন যুগ্ম সম্পাদক।
অন্যদিকে মহানগরের নতুন সভাপতি মাসুক উদ্দিন আহমদ জেলা কমিটির সহসভাপতি এবং নতুন সম্পাদক জাকির হোসেন যুগ্ম সম্পাদক ছিলেন।