শিল্পীদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে করোনা ভ্যাকসিন চেয়েছেন ডিরেক্টরস গিল্ডের নেতারা
আগামী ২৬ ফেব্রুয়ারি ডিরেক্টরস গিল্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। শিগগির নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন এবং আপিল বিভাগ গঠন করা হয়েছে। ৯ জানুয়ারি ডিরেক্টরস গিল্ডের দ্বিবার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ শিল্পকলা একডেমিতে বেলা তিনটা থেকে শুরু হয় সাধারণ সভা। সেখানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সাধারণ সভায় একটি নির্বাচন কমিশন ও আপিল বিভাগ গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থাকবেন অভিনেতা এবং নাট্যব্যক্তিত্ব এস এম মহসীন। নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন অনন্ত হীরা ও ঝুনা চৌধুরী। আপিল বিভাগের দায়িত্বে থাকবেন হাসান ইমাম, আবুল হায়াত ও মামুনুর রশীদ।