ডেমরায় এক নারীর লাশ উদ্ধার
রাজধানীর ডেমরা এলাকার হাজীনগরে রাশিদা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এটি খুনের ঘটনা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। ডেমরা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মোজাম্মেল হক বলেন, হত্যাকাণ্ডের পর থেকে ওই নারীর স্বামী পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রতিবেশীদের উদ্ধৃত করে পুলিশ বলেছে, ডেমরায় মৃত হাজি সিরাজ মিয়ার বাসায় তিন বছরের সন্তানসহ ভাড়া থাকতেন রাশিদা-জোনায়েদ দম্পতি। পারিবারিক কলহের জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে।