ডিজিটাল দক্ষতা ছাড়া আগামীতে টিকে থাকা কঠিন: মোস্তফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল দক্ষতা ছাড়া সামনের দিনে টিকে থাকা কঠিন হবে। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে।’
রোববার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বসন্ত উৎসব’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
‘প্রকৃতির বসন্তের আমেজের মতোই নিজের জীবনে বসন্তের আনন্দ বয়ে আনতে হবে’-এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে বাঙালি এক অনন্য জাতি। বিশ্বে খুব কম জাতি আছে যারা ভাষা, সংস্কৃতি ও জাতিস্বত্ত্বা রক্ত দিয়ে রক্ষা করেছে। রক্ত দিয়ে বাঙালি নিজের রাষ্ট্র তৈরি করেছে, তার নিজস্ব সংস্কৃতিকে বিকশিত করছে, অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরছে।
নিজেদের জীবনে বসন্ত তৈরি করে বাঙালির শৌর্য বীর্যের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য তিনি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর আতিকুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ইউনিভার্সিটিটির বোর্ড অব ট্রাস্টি’র চেয়ারম্যান এম এ কাশেম, সদস্য রেহুমা রহমান, বেনজির আহমেদ, আজিম উদ্দিন, প্রো ভিসি প্রফেসর ইসমাইল হোসেন প্রমূখ বক্তৃতা করেন।
বাঙালির জাতি সত্ত্বার বিকাশে বসন্ত উৎসব গুরুত্বপূর্ণ এ কথা উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, তরুণদের নিজেদের জীবনে বসন্ত তৈরি করতে হবে।
মন্ত্রী বলেন, ‘কোভিডকালে আমরা প্রমাণ করতে পেরেছি, পৃথিবীর যে কোন উন্নত দেশ থেকে আমরা পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে পৃথিবীর যে কয়টি দেশ ভ্যাকসিন দিচ্ছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।’
তিনি এ সময় বলেন, দেশের শতকরা ৭২ ভাগ করোনা রোগী ঘরে বসে ডিজিটাল চিকিৎসা নিয়েছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি পৃথিবীর কাছে একটি উন্নয়নের রোল মডেল বলে মন্ত্রী উল্লেখ করেন।
বক্তৃতা-পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।