যে নাম মানুষের অন্তরে সেই নাম মুছে দিবেন কি করে-বহির্বিশ্ব বিএনপি
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, প্রথম রাষ্ট্রপতি, Z ফোর্সের অধিনায়ক ,বহুদলীয় গণতন্ত্রের পুনঃ প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা , বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে ইউরোপ সহ বহির্বিশ্বের এক বিশাল প্রতিবাদ সভা ভার্চুয়াল মাধ্যম ZOOM এ অনুষ্ঠিত হয় ।বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জনাব ডঃ খন্দকার মোশাররফ হোসেন, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি।ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি জনাব আব্দুস সালাম, উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন, জনাব ডাক্তার ফরহাদ হালিম ডোনার ,উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন।
এ সময় বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন এই সরকার গত ১৪ বছর থেকে মানুষের ভোটাধিকার হরণ করে অন্য একটি দেশের সহযোগীতায় জোর করে ক্ষমতায় টিকে আছে, তারা ক্ষমতায় এসে অনেক স্কুল, কলেজ,ইউনিভার্সিটি ও বিভিন্ন জায়গা থেকে জিয়া পরিবারের নাম মুছে দিয়েছে কিন্তু যে নাম মানুষের অন্তরে সেই নাম মুছে দিবেন কি করে। তাই এই অবৈধ সরকার হয়তো অবৈধ ক্ষমতা ব্যবহার করে জিয়াউর রহমানের রাষ্ট্রের দেওয়া বীর উত্তম খেতাব বাতিল করতে পারবে কিন্তু মানুষের মন থেকে কখনো সরাতে পারবে না. এ সময় আরও বক্তব্য রাখেন-এম এ মালেক,এমদাদ হুসেন কচি,মহিউদ্দিন জিন্টু ,গাজী মনির আহমেদ, আকুল মিয়া, কামরুল হাসান জনি,ডাঃ ফরহাদ হালিম,হামিদুল নাসের, জে এম মখলিছুর রহমান, শরীফুদ্দিন, এম এ তাহের, কামাল উদ্দিন, মমতাজ আলো, অঞ্জনা আলম,ইসরাত রশিদ,আবু জাফর রাসেল , ইউসুফ তালুকদার, মোঃ সাদেক আহমেদ, বাবু, মির্জা সালাউদ্দিন প্রমুখ।
৫ ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক নেতা কর্মী ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।