ড.কে এম এ মালিক এর আত্মার মাগফেরাত কামনায় যুক্তরাজ্য বিএনপি র ভার্চুয়াল দোয়া-মাহফিল

বিশিষ্ট শিক্ষাবিদ-ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক প্রয়াত ড.কে এম এ মালিক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এএনটিভির সহযোগিতায় ভার্চুয়াল দোয়া- মাহফিল আয়োজন করা হয় গত ২৭ ফেব্রুয়ারি শনিবার। এএনটিভির কার্য নির্বাহী পরিচালক এবং যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইনের পরিচালনায় এ কার্যক্রমটি সম্পাদিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান মাহিদ,(যুক্তরাজ্য)ও বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন-যুক্তরাজ্য বিএনপির সভাপতি-এম এ মালিক ও সাধারণ সম্পাদক-কয়ছর এম আহমেদ ।
বহির্বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উক্ত সভায় যুক্ত ছিলেন- ফ্রান্স বিএনপি র সভাপতি এম এ তাহের,নেদারল্যান্ড বিএনপি র শরীফ উদ্দিন সরদার,কানেক্টিকা বিএনপি র আহবায়ক তৌফিকুল আলম আম্বিয়া ব্রাজিল বিএনপি র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম কোমল ,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন,মিজা নিক্সসন,কৃষক দল ইউকে র সদস্য সচিব ইব্রাহিম মিয়া , ইউকে যুবদলের যুগ্ম সম্পাদক বাবর চৌধুরী, সেচ্ছাসেবক দল ইউকে র যুগ্ম সম্পাদক নিজাম হোসাইন,আবু জাফর রাসেল-প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি-সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ,ফেরদৌস আলম-যুগ্ম সম্পাদক ইউকে,অঞ্জনা আলম-সদস্য সচিব যুক্তরাজ্য মহিলা দল,মোহাম্মদ হাসান আহমেদ-সভাপতি সেন্ট্রাল লন্ডন যুবদল,ইসরাত রশিদ-যুগ্ম সম্পাদক সেন্ট্রাল লন্ডন যুবদল,শাকের মাহমুদ-ম্যানেজিং ডিরেক্টর সিএম টিভি,আহম্মেদ সাদিক-প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আলী খান স্মৃতি সংসদ,মোশারফ হোসাইন ভূঁইয়া,কাজী তুহিন,সিপার রেজা ,জিয়া উদ্দিন,নিজাম হোসেন,নীলিমা লাকি,তরিকুল ইসলাম তারিক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল,ইয়াসিন খান,শরিফুল ইসলাম মুন্না,রফিকুল ইসলাম সজিব,মাওলানা বিপ্লবী মজিবুর রহমান,মাওলানা শামীম,সুমাইয়া আক্তার,পল রায়,মো: রাকবি, ইসমাইল প্রমুখ।
প্রধান অতিথির শোকগাথা-স্মৃতিচারণমূলক বক্তব্যে জনাব মাহিদুর রহমান বলেন-ড.কে এম এ মালিক ছিলেন বহু গুনের অধিকারী-একজন ভালো লেখক,রাজনৈতিক বিশ্লেষক ও জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের অনুসারী।শহীদ জিয়াউর রহমান-দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নিয়ে অনেকগুলো বই ও লিখেছিলেন তিনি।একাধারে একজন ভালো পিতা ও ছিলেন তিনি, তার মৃত্যুতে আমরা ভালো একজন অভিভাবক হারিয়েছে।
উল্লেখ্য অধ্যাপক ড.কে এম এ মালিক ছিলেন এএনটিভির একজন উপদেষ্টা,এএনটিভির পক্ষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া মুনাজাত ও পরকালে জান্নাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *