কারাগারে লেখক মুশতাক ও আল জাজিরার প্রতিবেদন নিয়ে মন্তব্য ও লেখা আহবান
প্রিয় পাঠক, আমরা খুব শিঘ্রই সাম্প্রতিক কয়েকটি বিষয়ের উপর একটি দীর্ঘ প্রবন্ধ প্রকাশ করতে যাচ্ছি। আপনারা জানেন গত-পরশু অর্থাৎ ২৫ শে ফেব্রুয়ারী কারাগারে আটক থাকা অবস্থায় লেখক ও ব্যবসায়ী মুশতাক আহমেদ মৃত্যুবরণ করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে আটক থেকে তিনি গত বছরের মে মাসের ৬ তারিখ থেকেই কাশিমপুর কারাগারে আটক ছিলেন। তাঁড় এই করুন মৃত্যুকে অনেকেই সরকার কর্তৃক কিংবা রাষ্ট্র কর্তৃক খুন হিসেবেই দেখছেন। একই দিকে গত ১ লা ফেব্রুয়ারী আল-জাজিরা টিভি মাধ্যম করতৃক প্রকাশিত ‘অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান’ নামে একটি তথ্যচিত্র প্রকাশ হয় যেটি নিয়ে গত মাস খানেক ধরেই চলছে বিতর্ক।
আমরা যেহেতু বরাবরই সংবাদপত্র ও পাঠকদের মিথস্ক্রিয়ার উপরে আস্থা রাখি ফলে আমরা চাইছি এই দুইটি বিষয়ের উপর আমাদের পাঠকদের অবস্থান কিংবা ভাবনা কেমন সেটি জানতে। তার ফলশ্রুতিতেই আমরা আমাদের সম্মানিত পাঠকদের কাছে মন্তব্য কিংবা ভিডিও মন্তব্য আহবান করছি এই উপরের দুটি বিষয়ের উপর।
আপনারা আপনাদের লিখিত মন্তব্য কিংবা ভিডিও মন্তব্য পাঠিয়ে দিতে পারেন নিম্নলিখিত ইমেইল ঠিকানায়। মনে রাখতে হবে লেখা কিংবা ভিডিও পাঠাবার শেষ তারিখ ২২ শে মার্চ ২০২১ রাত ১২ টা পর্যন্ত। আপনারা আপনাদের মন্তব্য কিংবা ভিডিও দেবার পর নীচে আপনাদের নাম, বয়স ও আপনি কোন অঞ্চলের সেটি স্পস্ট করে জানিয়ে দেবেন।
thedailynobojug@gmail.com
লিখিত মন্তব্য কিংবা ভিডিও মন্তব্য-এর সাথে সাথে দয়া করে আপনারা আপনাদের নাম, ঠিকানাও আমাদের জানিয়ে দেবেন।
ধন্যবাদান্তে,
সম্পাদক, দৈনিক নবযুগ
সংশোধনী (০৬/০৩/২০২২) – উপরোক্ত লেখা প্রকাশিত হয়েছিল ২৭শে ফেব্রুয়ারী ২০২১-এ। উপরোক্ত লেখায় মরহুম মুশতাক আহমেদ এর মৃত্যুর তারিখ দেয়া হয়েছিল ২৬শে ফেব্রুয়ারী ২০২১, যা সঠিক ছিল না। মুশতাক আহমেদ কারাগারে অন্তরীন অবস্থায় পুলিশি হেফাজতে মৃত্যুবরণ করেন ২৫শে ফেব্রুয়ারী। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্যে আমরা দুঃখিত।