বসতঘরে বৃদ্ধার গলা কাটা লাশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বসতঘর থেকে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর এলাকার ৪নং ওয়র্ডের বাবুপাড়ায় থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধার নাম যমুনা পালকে (৬০)। তিনি শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়ায় শুকুমার পালের স্ত্রী।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, বুধবার দিবাগত রাতে বসতঘরে যমুনা পালকে কে বা কারা ঘরে ভিতর গলা কেটে হত্যা করে।
যমুনা পাল ও তার ছেলে উজ্জ্বলের স্ত্রী ভাড়া বাড়িতে থাকতেন। যমুনা পালের ছেলে উজ্জ্বলও বাড়িতে ছিলেন না। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।