বানারীপাড়া পৌর বিএনপির ছয় নেতাকে বহিষ্কার
বরিশালের বানারীপাড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় বানারীপাড়া পৌর বিএনপির ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি আহসান কবির ও সাধারণ সম্পাদক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে শুক্রবার বিকেলে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃতরা হলেন বানারীপাড়া পৌর শহরেরর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি আনিস মৃধা, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা ও ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুল ইসলাম।
গত ১৪ ফেব্রুয়ারি বানারীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির বহিষ্কৃত ছয় নেতা দলীয় প্রার্থী রিয়াজ মৃধার (ধানের শীষ) বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জিয়াউল হকের (খেজুরগাছ) পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন।