মওদুদের মৃত্যুতে বসুরহাটে তিন দিনের শোক ঘোষণা কাদের মির্জার

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে তোরণ নির্মাণ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বসুরহাট-সোনাপুর সড়ক,  বসুরহাট পৌরসভা সংলগ্ন, ১৭ মার্চ বিকাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে তোরণ নির্মাণ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বসুরহাট-সোনাপুর সড়ক, বসুরহাট পৌরসভা সংলগ্ন, ১৭ মার্চ বিকাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের কৃতী সন্তান মওদুদ আহমদের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছেন সেতুমন্ত্রীর ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজ বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে তিনি তাঁর ফেসবুকে এ-সংক্রান্ত একটি ঘোষণা পোস্ট করেন।

ঘোষণা অনুযায়ী, কাদের মির্জা কাল বৃহস্পতিবার, পরদিন শুক্রবার এবং আগামী শনিবার এই তিন দিন বসুরহাট বাজারের সব ব্যবসায়ীকে কালো পতাকা উত্তোলন করার জন্য বিশেষ অনুরোধ করেছেন।

কাদের মির্জা তাঁর ফেসবুকে উল্লেখ করেন, ‘কোম্পানীগঞ্জের কৃতী সন্তান ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ওনার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হইল। তাই কাল বৃহস্পতিবার, পরদিন শুক্রবার ও আগামী শনিবার বসুরহাট বাজারের সব ব্যবসায়ীকে কালো পতাকা উত্তোলন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। অনুরোধক্রমে আবদুল কাদের মির্জা, মেয়র, বসুরহাট পৌরসভা।’

আজ দুপুরের দিকে কাদের মির্জার উদ্যোগে বসুরহাট পৌরসভার পাশে বিএনপি নেতা মওদুদ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি তোরণ নির্মাণ করা হয়। ওই তোরণে মওদুদ আহমদের ছবি দিয়ে কালো রঙের লেখা ‘ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’ তোরণটি তৈরি করার পর তোরণের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।

এ প্রসঙ্গে বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নুর হোসেন ওরফে ফরহাদ আজ রাত সোয়া ১০টায় প্রথম আলোকে বলেন, ‘মওদুদ আহমদ শুধু কোম্পানীগঞ্জের নন, বাংলাদেশের একজন নক্ষত্র। তাঁর মৃত্যুতে কাদের মির্জা তিন দিনের শোক ঘোষণা করে কালো পতাকা উত্তোলনের যে অনুরোধ করেছেন, এর সঙ্গে তাঁরা সম্পূর্ণ একমত। তাঁরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শোক জানিয়ে ব্যানারও টাঙাবেন।’

কাদের মির্জার এসব উদ্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান আজ রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, ‘কাদের মির্জা যা করছেন, এটি তিনি তাঁর মহানুভবতার পরিচয় দিয়েছেন। এ ছাড়া ইতিপূর্বে বিভিন্ন সভা-সমাবেশে কাদের মির্জা মওদুদ আহমদ সম্পর্কে অনেক ভালো বক্তব্য দিয়েছেন। বিষয়গুলোকে আমরা ইতিবাচক হিসেবেই দেখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *