খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, মানসিকভাবে শক্ত আছেন

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। চিকিৎসকেরা আরও জানিয়েছেন, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকমতোই হচ্ছে। তিনি মানসিকভাবে অনেক শক্ত আছেন।
আজ শনিবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যান চিকিৎসকেরা। তাঁর শারীরিক অবস্থা দেখে বেরিয়ে এসে চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের এসব কথা বলেন।

গত শনিবার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করেছিলেন খালেদা জিয়া। পরদিন রোববার তাঁর করোনা পজিটিভ আসে। খালেদা জিয়ার বাসভবনে তিনি বাদে আরও আটজন করোনায় আক্রান্ত হয়েছেন।

মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ এফ এম সিদ্দিকী বলেন, গতকাল শুক্রবার সারা দিন খালেদা জিয়ার জ্বর ছিল। তবে আজ শনিবার দিনভর জ্বর আসেনি। সন্ধ্যার পর জ্বর এসেছিল।

করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়ার নবম দিন চলছে জানিয়ে এই চিকিৎসক বলেন, দ্বিতীয় সপ্তাহে তাঁরা জটিল সময় পার করছেন। তবে এখন পর্যন্ত সবকিছু ঠিকভাবেই হচ্ছে বলে তাঁদের কাছে মনে হচ্ছে।

হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে এফ এম সিদ্দিকী বলেন, তাঁরা যদি মনে করেন তাহলে হাসপাতালে দ্রুত শিফট করতে পারেন। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি আছে। তবে এখন পর্যন্ত তেমন অবস্থা দেখা যাচ্ছে না।
এ সময় অধ্যাপক এফ এম সিদ্দিকীর সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. আবদুস শাকুর ও ডা. মো. আল মামুন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *