‘মামুনুলকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার পতন ঘণ্টা বাজিয়েছে’

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার তার পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস।রবিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীন ও সাধারণ সম্পাদক মুফতি আবদুল মুমিন এক যৌথ বিবৃতিতে এই কথা বলেন।

বিবৃতিতে তারা দাবি করেন, সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে এক মামুনুল হককে গ্রেফতারে ব্যবহার করেছে।  তার মানহানীর অপচেষ্টা করেছে। তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়েছে। অবশেষে তাকে গ্রেফতার করে নিজের বীভৎস চেহারা জাতির সামনে স্পষ্ট করেছে। সরকারের এহেন ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, বর্তমান সরকার তার স্বৈরাচারী আচরণের মাধ্যমে দেশ পরিচালনা করছে। স্বৈরচারিতার ক্ষেত্রে এই সরকার স্বৈরাচারী এরশাদকেও ছাড়িয়ে গেছে। আল্লামা মামুনুল হককে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার তার পতনকেই ত্বরান্বিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *