খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইংল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন,সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক,বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ।
আরও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ চৌধুরী, গোলাম রব্বানী সুহেল, আবেদ রাজা, পারভেজ মল্লিক খছরুজ্জামান খছরু, কামাল উদ্দিন, মহিলা দলের অঞ্জনা আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম সিমু, আজিম উদ্দিন, জাসাস সভাপতি ইমদাদুর রহমান এমাদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, এডভোকেট রাশেদ হাসান, ডাঃ ইসরাত রশিদ,আব্দুল চৌধূরী, ওমর ফারুক,মাওলানা শামীম আহমেদ, নিলুফা আক্তার, সুমু ফারহানা, আফসার আহমেদ আফজল যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আব্দুল্লাহ আল মামুন, সেলিম সর্দার, কামাল হোসেন, রুহেল আহমেদ, আসিকুর রহমান, সোহেল আহমেদ, শামীম আহমেদ ও তানিম আহমেদ প্রমুখ।
মুনাজাত পরিচালনা করেন হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ।