বেগম জিয়ার সুস্থতা কামনায় এএন’টিভির ভার্চুয়াল দোয়া মুনাজাত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী-বেগম খালেদা জিয়া কোভিড-১৯ এ আক্রান্ত,তিনি করোনা ভাইরাস পজিটিভ বলে নিশ্চিত করেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর (লেভিরেটরি রিপোর্ট ফর কোভিড ১৯ টেস্ট),তার শারীরিক সুস্থ্যতা কামনা করে গত ১১.০৪.২০২১ তারিখ এএন’টিভির কার্য নির্বাহী পরিচালক যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের সাধারন সম্পাদক মোহাম্মদ আবুল হোসাইনের পরিচালনায় ভার্চুয়াল বিশেষ দোয়া মুনাজাত আয়োজন করেন।

উক্ত দোয়া মোনাজাতে উপস্থিতি হিসেবে সংযুক্ত ছিলেন-যুক্তরাজ্য বিএনপির সভাপতি-এম এ মালিক ও সাধারণ সম্পাদক-কয়ছর এম আহমেদ।তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দলের পক্ষে সকল নেতাকর্মী ও দেশবাসীর প্রতি দোয়ার আহবান জানান।দোয়া পরিচালনা করেন-বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা-হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

এছাড়াও যারা যুক্ত ছিলেন-রফিকুল ইসলাম সজীব,মো:আব্দুল আল মামুন-সাবেক ছাত্রদল নেতা সুনামগন্জ,শিপার রেজা-সহ সভাপতি সিটি যুবদল,নিপার রেজা,নাসির আহমেদ সদস্য দক্ষিন সুনামগন্জ উপজেলা,হাফিজ মাচুম আহমেদ,নাছির-বাহরাইন বিএনপি,
অন্জনা আলম সদস্যসচিব যুক্তরাজ্য মহিলা দল,অ্যাডভোকেট সিমকি ইমাম খান-বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য,কিং ফয়সাল কুয়েত,শাকের মাহমুদ-ম্যানেজিং ডিরেক্টর সিএম’টিভি,আহমেদ সাদিক-প্রতিষ্টাতা সভাপতি মাহবুব আলী খান স্মৃতি সংসদ,মো:রেজাউল করিম-যগ্ন সা:সম্পাদক ফ্রান্স বিএনপি,ডা:ইসরাত রশিদ-সেন্ট্রাল লন্ডন যুবদল,মো: রাকিব-সেন্ট্রাল লন্ডন যুবদল,তানজান আলি-দক্ষিন অফ্রিকা যুবদল,সিজিল আহমেদ রনি,মুকিম তালুকদার,রাকিব হাসান,কয়সল ইসলাম-পর্তুগাল বিএনপি,জি এম রহমান,নায়িম মিয়া,আক্তার হোসেন বাবুল,হামিদুল হক আফিনডি,সেলিম আহমেদ,বাবুল চৌধুরী,নাজমুল হাসান অপু-যুগ্ন আহবায়ক জামালগন্জ উ:ছাত্রদল,ইমরানুল হক রাসেল,আলিফ উদ্দীন রুবেল-সাবেক সহ সভাপতি ছাত্রদল,চট্রগ্রাম মহানগর,আরিফুর রহমান মিথু,জি এম মখলেচুর রহমান-সভাপতি গ্রীস বিএনপি,মাহফুজুল ইসলাম খান,বদরুল আলম চৌধুরী,মো: মোরশেদ এলাহী অন্জন-দক্ষিন আফ্রিকা যুবদল,তোফাজ্জল হোসাইন,ইমানুর রহমান ইমাদ,ইমানুল হক রাসেল,মো:আব্দুল্লাহ আলাউদ্দীন আজাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *