না পড়েই বলতে পারি বাজেট গণবান্ধব নয়: মির্জা আব্বাস
‘এই বছরের বাজেট এখনো পড়ে দেখিনি। তবে আপনারা এটুকু নিশ্চিত থাকেন, এই বাজেটও গণবান্ধব হবে না। হবে আওয়ামীবান্ধব।’ এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির এই নেতা বলেন, ‘এবারের বাজেট আসলে এখনো পড়ে দেখিনি। তবে এটা বলতে পারি, গত ১২ বছরে যত বাজেট হয়েছে, সব আওয়ামীবান্ধব বাজেট। কারণ, আওয়ামী লীগ কখনো, কোনো দিন জনগণের পক্ষে বাজেট প্রণয়ন করেনি। এই বাজেট লুটবান্ধব হবে, টাকা পাচারের বাজেট হবে।’
আজ শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেম তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শহীদ জিয়া একটি ইনস্টিটিউট। তাঁর ব্যক্তি, সৈনিক ও রাজনৈতিক জীবন থেকে এ দেশের সাধারণ মানুষ এবং রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে।’ জিয়াউর রহমান নিজেই একটি ইতিহাস, আর এই ইতিহাসকে যারা বিকৃত করার চেষ্টা করে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষি
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, যুববিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দীন প্রমুখ।
এদিকে আজ সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের সঙ্গে একধরনের ‘ভাঁওতাবাজি’ করা হয়েছে। অর্থমন্ত্রী দুই হাত ভরে ব্যবসায়ীদের দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ তেমন কিছু পায়নি। প্রায় আড়াই কোটি নতুন গরিব বা মধ্যবিত্তের কথা বাজেটে নেই।