বিয়েতে তাঁরাও পরেছিলেন শাড়ি

বিনোদন ডেস্ক
বিয়ের মঞ্চে ইয়ামি গৌতম ও আদিত্য ধর
বিয়ের মঞ্চে ইয়ামি গৌতম ও আদিত্য ধর

করোনার মধ্যেই বিয়েটা সেরে ফেললেন ইয়ামি গৌতম ও আদিত্য ধর। বিয়েতে ইয়ামি পরেছিলেন সোনার গয়নার সুক্ষ্ম কাজ করা লাল বিয়ের শাড়ি। শুধু ইয়ামিই নয়, অনেক বলিউডি তারকারই বিয়ের পোশাকে প্রথম পছন্দ শাড়ি। চলুন দেখে আসা যাক শাড়ি পড়া বলিউডের কয়েকজন তারকার কনে রূপ।

লকডাউনে বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী দিয়া মির্জা। বিয়েতে পরেছিলেন র ম্যাঙ্গোর লাল বেনারসি।
লকডাউনে বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী দিয়া মির্জা। বিয়েতে পরেছিলেন র ম্যাঙ্গোর লাল বেনারসি।
দক্ষিণী তারকা নাগা চৈতন্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। বিয়ের মঞ্চে সামান্থার উচ্ছ্বাস ছিল দেখার মতো। তাঁর পরনে ছিল আইভরি কাঞ্জিভরম।
দক্ষিণী তারকা নাগা চৈতন্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। বিয়ের মঞ্চে সামান্থার উচ্ছ্বাস ছিল দেখার মতো। তাঁর পরনে ছিল আইভরি কাঞ্জিভরম।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে ছিল বলিউডের অন্যতম আলোচিত বিয়ে। বিয়ের আসরে লাল কাঞ্জিভরম শাড়ির সঙ্গে মিল করে দীপিকা পরেছিলেন পৌরণিক গয়না।
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ে ছিল বলিউডের অন্যতম আলোচিত বিয়ে। বিয়ের আসরে লাল কাঞ্জিভরম শাড়ির সঙ্গে মিল করে দীপিকা পরেছিলেন পৌরণিক গয়না।
বিয়েতে বিদ্যা বালানের পরনে ছিল ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা লাল শাড়ি। সঙ্গে ছিল স্বর্ণের গয়না।
বিয়েতে বিদ্যা বালানের পরনে ছিল ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা লাল শাড়ি। সঙ্গে ছিল স্বর্ণের গয়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *