করোনার মধ্যেই বিয়েটা সেরে ফেললেন ইয়ামি গৌতম ও আদিত্য ধর। বিয়েতে ইয়ামি পরেছিলেন সোনার গয়নার সুক্ষ্ম কাজ করা লাল বিয়ের শাড়ি। শুধু ইয়ামিই নয়, অনেক বলিউডি তারকারই বিয়ের পোশাকে প্রথম পছন্দ শাড়ি। চলুন দেখে আসা যাক শাড়ি পড়া বলিউডের কয়েকজন তারকার কনে রূপ।