বাইরেও যে ভয় সোনাক্ষীকে তাড়া করে
তেজি সব চরিত্রের জন্য পর্দায় তার নামই হয়ে গেছে ‘দাবাং গার্ল’। ব্যক্তিগত জীবনেও কম সাহসী না সোনাক্ষী সিনহা। এহেন সাহসিকাও কিন্তু একটি জিনিসকে বড্ড ভয় পান। বিশেষ করে বাসার বাইরে পা রাখলেই এই ভয় তাকে তাড়া করে। কি নিয়ে তার এই ভয়?
এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেছিলেন, ‘সব সময় ভয়, কখন যেন ওয়ার্ডরোব ম্যালফাংশনের (অনিচ্ছায় কাপড়চোপড় ছিঁড়ে যাওয়া বা খুলে যাওয়া) শিকার হই। বাড়ির বাইরে পা দিলেই কেন জানি না এই ভয় আমাকে তাড়া করে।
সব সময় ভয়, কখন যেন ওয়ার্ডরোব ম্যালফাংশনের (অনিচ্ছায় কাপড়চোপড় ছিঁড়ে যাওয়া বা খুলে যাওয়া) শিকার হই। বাড়ির বাইরে পা দিলেই কেন জানি না এই ভয় আমাকে তাড়া করে।
এ থেকে রেহাই পাওয়ার একটা উপায়ও বের করেছেন সোনাক্ষী। যখনই বাইরে যান, সব সময় ব্যাগে অথবা গাড়িতে অতিরিক্ত জামা রাখেন। অঘটন তো ঘটতেই পারে! দেখা গেল হঠাৎ করে পরনের কাপড় ছিঁড়ে বা ফেঁসে গেল! চট করে তখন সঙ্গে থাকা জামাটা বদলে নিতে পারবেন!
ভারতীয় অভিনেতা ও রাজনীতিক শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী বেশ ফ্যাশনসচেতন। ৩৪ বছরের সোনাক্ষী ল্যাকমে ফ্যাশন উইকে একাধিকবার র্যাম্পে হেঁটেছেন। একসময় তাঁর ইচ্ছা ছিল, ফ্যাশন ডিজাইনার হবেন।
একদিন একটি ফ্যাশন ব্র্যান্ডের মালিক হবেন! এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর ফ্যাশন লেভেলের নাম হবে ‘আসলি সোনা’।
নতুন একটা ছবি ঘিরে সম্প্রতি আবারও আলোচনায় সোনাক্ষী। শোনা যাচ্ছে, রীতেশ দেশমুখের সঙ্গে জুটি বেঁধে একটি ভৌতিক-কমেডি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। জানা গেছে, প্রযোজক রণি স্ক্রুওয়ালা এ দুজনকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আনতে যাচ্ছেন। এ–ও শোনা গেছে, এই ছবির জন্য ইতিমধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন তাঁরা। এছাড়াও সোনাক্ষীকে শিগগিরই পর্দায় দেখা যাবে ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায়। এই ছবিতে আরও আছেন অজয় দেবগণ।