ক্রিকেটারকে শাস্তি দেওয়ার সমালোচনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ক্রিকেটারকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মানতে পারেননি জনসন।ছবি: রয়টার্স
অভিষেক রাঙিয়েছেন ওলি রবিনসন। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে অভিষিক্ত এই পেসার দুই ইনিংস মিলিয়ে দলের সেরা বোলার ছিলেন, পেয়েছেন সাত উইকেট। এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন, দলের বিপদে ৪২ রান করে সে দায়িত্বও ভালোই পালন করেছেন। এমন এক খেলোয়াড়কেই কিনা পরের টেস্টে আর দেখা যাবে না!
চোট পাননি রবিনসন, কিংবা বর্তমানের মূল মাথাব্যথা করোনার বিধিও ভাঙেননি। তবু তাঁর বাদ পড়ার কারণ, ৮ বছরেরও বেশি আগে করা কিছু জাতিবিদ্বেষী টুইট। ১৮ পেরোনো রবিনসন জাতি-ধর্ম ও নারীবিদ্বেষী বেশ কিছু টুইট করেছিলেন সে সময়। হঠাৎ করে ভুলে যাওয়া সেসব টুইটের খোঁজ মিলেছে ইংল্যান্ড দলে তাঁর অভিষেকের পর। আর তাতেই ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) রবিনসনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
রবিনসনকে শাস্তি দেওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর ধারণা, এত কড়া শাস্তি দিয়ে বাড়াবাড়ি করছে ক্রিকেট বোর্ড।