রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস
করোনাভাইরাস

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনার উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছিল। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়েনি। তিনি আরও বলেন, হাসপাতালের অতিরিক্ত রোগীদের জন্য আজ থেকে ১ নম্বর ওয়ার্ডের ৩২টি বেডে করোনা রোগী স্থানান্তর করা হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে যে আটজন রোগী মারা গেছেন, তাঁদের মধ্যে আইসিইউতে ছিলেন তিনজন, ২৫ নম্বর ওয়ার্ডে দুজন ও ২২, ২৯ ৩৯ নম্বরে একজন করে ছিলেন। মারা যাওয়া আটজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও রাজশাহীর পাঁচজন রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে রাজশাহীর ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯, নওগাঁর ৩, নাটোরের ৪, মেহেরপুরের ১ ও চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন। এ নিয়ে আজ বুধবার সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৭। এর মধ্যে রাজশাহীর ১৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০২, নওগাঁর ১৩, নাটোরের ১৭, পাবনার ৩ ও কুষ্টিয়ার ৩ জন। আইসিইউতে আছেন ১৭ জন রোগী। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহীর রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *