প্রথমবারেই বাজিমাত, শীর্ষে রিয়া

বিনোদন ডেস্ক

কাজে নেই, তবু আলোচনায় রিয়া চক্রবর্তী। প্রেমিক সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর ‘খলনায়িকা’ বনে যান এই বলিউড অভিনেত্রী। বছরজুড়েই তাঁকে নিয়ে চলে আলোচনা, হোক তা নেতিবাচক। এ আলোচনার জোরেই কিনা কে জানে, বাঘা বাঘা তারকাকে পিছে ফেলে টাইমস অব ইন্ডিয়ার জরিপে রিয়া চক্রবর্তী হয়ে উঠেছেন সবচেয়ে কাঙ্ক্ষিত নারী। দুই দিন আগেই পত্রিকাটি প্রকাশ করে ৫০ কাঙ্ক্ষিত পুরুষের তালিকা। সেখানেও শীর্ষে ছিলেন রিয়ার প্রেমিক সুশান্ত সিং রাজপুত। বলাই যায়, ২০২০ সালজুড়ে ভারতের আলোচনার কেন্দ্রে ছিলেন সুশান্ত-রিয়া জুটি!

রিয়া চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে
রিয়া চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রতিবছরই পাঠক আর মনোনীত জুরিদের সমন্বিত ভোটে ৫০ কাঙ্ক্ষিত নারী-পুরুষের তালিকা প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া। তালিকাটি করা হয় ৪০ বছরের কম বয়সী নারী-পুরুষদের নিয়ে। নারীদের এবারের তালিকায় দ্বিতীয় মিস ইউনিভার্স ২০২০ আসরে থার্ড রানারআপ অ্যাডলিন কাস্তেলিনো।

রিয়া চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম
রিয়া চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম

প্রথম ১০ জনের তালিকায় আরও আছেন দিশা পাটানি (গতবারের প্রথম), কিয়ারা আদভানি, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, অনুপ্রিয়া গোয়েঙ্কা, রুহি সিং ও আবৃতি চৌধুরী। এ ছাড়া বাকি ৪০ জনের তালিকায় উল্লেখযোগ্য শ্রদ্ধা কাপুর, তারা সুতারিয়া, রাকুল প্রীত সিং, ইয়ামি গৌতম, অদিতি রাও হায়দরি, জাহ্নবী কাপুর, কৃতি শ্যানন, তৃপ্তি ডিমরি, রাশমিকা মন্দানা, তাপসী পান্নু, সারা আলী খান, কৃতি খরবান্দা, মালবিকা মোহনান, পূজা হেগড়ে, অনন্যা পান্ডে, নেহা শর্মা, মানুষি ছিল্লার, সামান্থা আক্কিনেনি, নুসরাত ভরুচা, শ্রুতি হাসান, নোরা ফাতেহি, ইলিয়ানা ডি’ক্রুজ, ভূমি পেড়নেকর, কল্যাণী প্রিয়দর্শিনী, আলায়া ফার্নিচারওয়ালা, মৌনী রায়, ভার্তিকা সিং, ফাতিমা সানা শেখ প্রমুখ।

প্রথম ১০ জনের তালিকায় আরও আছেন দিশা পাটানি যিনি গতবারের প্রথম
প্রথম ১০ জনের তালিকায় আরও আছেন দিশা পাটানি যিনি গতবারের প্রথম

এই প্রথম পত্রিকাটির এ তালিকায় স্থান পেলেন রিয়া চক্রবর্তী। প্রথমবারেই বাজিমাত! গত বছর এক অনাকাঙ্ক্ষিত ঝড়ে দুমড়েমুচড়ে যায় রিয়ার জীবন, থমকে যায় ক্যারিয়ার। কিছুদিন কারাগারেও কাটিয়েছিলেন তিনি। এমন দুঃস্বপ্নে ভরা বছরটিই তাঁর জন্য নিয়ে এল ‘কাঙ্ক্ষিত নারী’ হিসেবে শীর্ষ অবস্থান। এ যেন রিয়ার শেষ ইনস্টাগ্রাম পোস্টের প্রতিধ্বনি, ‘মহা দুর্ভোগ থেকে আসে অসীম শক্তি, তোমাকে শুধু আমার ওপর বিশ্বাস রাখতে হবে। একের পর এক…।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

রিয়া চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম
রিয়া চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *