পুরান ঢাকা থেকেই গুম হয়েছেন অর্ধশতাধিক নেতা-কর্মী: ইশরাক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াবাজার এলাকায় গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইশরাক
রাজধানীর নয়াবাজার এলাকায় গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইশরাক

পুরান ঢাকা থেকেই দলের অর্ধশতাধিক নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির বিদেশবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, তাঁদের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের হারিয়ে পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। অবিলম্বে নিখোঁজ নেতা-কর্মীদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াবাজার এলাকায় গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে ইশরাক এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি গুম হওয়া পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, ‘আমরা আমাদের গুম হওয়া প্রত্যেক ভাইকে খুঁজে বের করব।’ সেই সঙ্গে এই গুমের সঙ্গে যারা জড়িত, তাদেরও বিচার করা হবে বলে মন্তব্য করেন তিনি।

বিভিন্ন সময় গুমের শিকার হওয়া নেতা-কর্মীদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়।
বিভিন্ন সময় গুমের শিকার হওয়া নেতা-কর্মীদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়।

পরে বিভিন্ন সময় গুমের শিকার হওয়া নেতা-কর্মীদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি নবিউল্লাহ নবী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ, ওয়ারী থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী, গেন্ডারিয়া থানার সভাপতি মকবুল ইসলাম, সূত্রাপুর থানার সভাপতি এম এ শাহেদ, বংশাল থানার সভাপতি তাইজুদ্দিন আহমেদ, গেন্ডারিয়া থানার সাধারণ সম্পাদক আবদুল কাদের, সূত্রাপুর থানার সাধারণ সম্পাদক এম এ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *