করতে হলে তো ভারতকে আমাদের দালালি করতে হবে’
বিভিন্ন উন্নয়ন সূচকে ভারতের চেয়ে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ওরা (বিরোধীরা) বলে আমরা নাকি ভারতের দালাল। করতে হলে তো ভারতকে আমাদের দালালি করতে হবে।’ তবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কেউ কারও দালালি করুক, তা চান না বলেও মন্তব্য করছেন মন্ত্রী।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর প্রেসক্লাবে জননেত্রী শেখ হাসিনা পরিষদের এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘প্রায় ১৫ বছর রাজপথে থাকার পর, আন্দোলন করার পর, শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আমরা রাষ্ট্রক্ষমতায় আসি। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবে, তা ছিল কল্পনাতীত। ক্ষমতায় এসেছে বলেই এত উন্নয়ন হয়েছে। ওরা (জিয়া, এরশাদ, খালেদা, সামরিক, আধা সামরিক বাহিনী) ক্ষমতায় ছিল ৩০ বছর, আর আমরা ক্ষমতায় আছি ২০ বছর। মানুষের জন্য আওয়ামী লীগ কেন অপরিহার্য, তুলনা করুন। এটা তুলনা করলেই আর অন্য কোনো যুক্তির প্রয়োজন পড়ে না। মানুষের মুক্তির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। এটা আমাদের গলাবাজি নয়।
‘ধর্ম ব্যবসায়ী’দের বর্ণচোরা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই বর্ণচোরারা সব সময়ই আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, আওয়ামী লীগ ইসলামবিরোধী, আওয়ামী লীগ ভারতের দালাল। এখন কী বলবে, আমি জানি না। শুধু মাথাপিছু আয় নয়, শিক্ষা, স্যানিটেশন, দারিদ্র্য বিমোচনসহ ভারতের চেয়ে আমরা অনেক সূচকে এগিয়ে। ওরা বলে, আমরা নাকি ভারতের দালালি করি। দালালি করতে হলে তো ভারতকে আমাদের দালালি করতে হবে। আমরা চাই না স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কেউ কারও দালালি করুক। যার যার মর্যাদা, সম্মান ও বিশ্বাস নিয়ে সে সে বাস করুক।’