বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন নোম চমস্কি

নোম চমস্কি
নোম চমস্কি

আধুনিক ভাষাতত্ত্বের জনক ও দার্শনিক নোম চমস্কি বুধবার বাংলাদেশের টি-কাপ নামের একটি সাক্ষাৎকারভিত্তিক প্রতিষ্ঠানের ফেইস বুক লাইভে যুক্ত হবেন। বুধবার সকাল ১০টায় সরাসরি যুক্ত হয়ে চমস্কি কথা বলবেন দক্ষিণ এশিয়ার রাজনীতি ও বাংলাদেশের রাজনৈতিক সম্ভাবনা ও শরণার্থী বিষয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন টি-কাপ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানটির উপস্থাপক তানভিরুল মিরাজ রিপন।

টি-কাপ একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সম্ভাবনাসহ, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিষয়ে সাক্ষাৎকারের আয়োজন করে থাকে। অনুষ্ঠানটির প্রযোজনা করেছে টি-কাপের আরেকটি সহযোগী প্রতিষ্ঠান ‘মোহর ফ্যাশন হাউস’। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন https://www.facebook.com/tcupinterview/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *