সাকিবের মতো অর্থের পেছনে ছুটতে চান না বাটলার
জাতীয় দলের খেলা থাকা সত্ত্বেও অর্থের মোহে পড়ে শ্রীলংকা সফরে না গিয়ে আইপিএল খেলে সমালোচিত হন সাকিব আল হাসান।
বাংলাদেশ দলের তারকা এই ক্রিকেটারের মতো এমন ন্যক্কারজনক কাজ করতে নারাজ ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার।
আইপিএলের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ইংলিশ তারকা বাটলার।
এক সাক্ষাৎকারে বাটলার বলেছেন, সাধারণত আইপিএলের সময় তেমন কোনো আন্তর্জাতিক সিরিজ থাকে না। ফলে প্রায় সব দেশের তারকা ক্রিকেটাররা আইপিএলে অংশ নিতে পারেন। কিন্তু এবার আইপিএলের দ্বিতীয় পর্ব চলার সময় আমাদের দুটো আন্তর্জাতিক সিরিজ রয়েছে। তাই ব্যক্তিগতভাবে আমি দেশকেই প্রাধান্য দেব।
এবার আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন বাটলার।
সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস জানিয়েছেন, ইংল্যান্ডের ক্রিকেটাররা বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকলেও অন্য কোথাও খেলতে পারবেন না। কারণ গত কয়েকটা সিরিজে ইংল্যান্ড ‘রোটেশন পলিসি’ চালু করেছে। জৈব সুরক্ষা বলয়ের কারণে ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছে। বাটলার মনে করেন- এর মধ্যে কোনো ভুল নেই।
বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএলের বাকি অংশ। ওই সময় বাংলাদেশ আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের