রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু

করোনাভাইরাসের প্রতীকী ছবি
করোনাভাইরাসের প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহী জেলার ৭ জন, পাবনার ৪, নওগাঁর ৩, নাটোরের ২, চাঁপাইনবাবগঞ্জের ২, কুষ্টিয়া ও মেহেরপুরে ১ জন করে রয়েছেন। এঁদের মধ্যে রাজশাহীর ২ জন করোনা পজিটিভ হয়ে এবং ১ জন নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। অপর ১৭ জনের মৃত্যু হয়েছে করোনা উপর্সগ নিয়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আগের ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৯ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ১২১ জন। গত জুন মাসের মারা গেছেন ৩৪৬ জন।

আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৬ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৬৭ জন। এখনো হাসপাতালে ভর্তি আছেন ৪৭০ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২০৮ জন, সন্দেহভাজন ১৮০ জন ও নেগেটিভ ৮২ জন। আগের দিন হাসপাতালে মোট রোগী ছিলেন ৪৮৯ জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে শয্যাসংখ্যা ৪৫৪টি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৯ দশমিক ০৩ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১১৫টি নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ১৮ জনের। শনাক্তের হার ১৫ দশমিক ৬৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *