নেদারল্যান্ডসে সাংবাদিককে গুলি, অবস্থা আশঙ্কাজনক
নেদারল্যান্ডসের খ্যাতনামা অপরাধবিষয়ক প্রতিবেদক পিটার আর দে ভ্রাইসের (৬৪) ওপর হামলা চালানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী শহর আমস্টারডামের লেইডসেপলেইন স্কয়ার এলাকার কাছে একটি সড়কে এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ডাচ্ সম্প্রচারমাধ্যম আরটিএল জানায়, সন্ধ্যায় শহরে একটি টেলিভিশন চ্যানেলের স্টুডিও থেকে বের হওয়ার পর পিটারের শরীরে পাঁচটি গুলি করা হয়। এর একটি তাঁর মাথায় লাগে। এরপর থেকে ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে পুলিশ। সেখান থেকে তারা ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং নানা প্রমাণ সংগ্রহ করছে।
অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পিটার আর দে ভ্রাইস নেদারল্যান্ডসের আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের কাছ থেকে বহুবার হুমকি পেয়েছেন। দেশটিতে তিনি ব্যাপক জনপ্রিয়। একই কারণে তাঁর ওপর চটে ছিল অনেক অপরাধীও।
আমস্টারডামের মেয়র ফেমকে হ্যালসেমা এক সংবাদ সম্মেলনে পিটারকে ‘জাতীয় নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন। মেয়র বলেন, ‘পিটার একজন সাহসী সাংবাদিক। তাঁর মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন। তিনি অক্লান্তভাবে সত্যের সন্ধান করে গেছেন।’