টসের পর স্থগিত উইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
linkedin sharing button
print sharing button
কায়রন পোলার্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর ঠিক কয়েক মিনিট আগে জানা যায়, একজনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে।

এমন খবরে স্থগিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

বৃহস্পতিবার বারবাডোজের কিংসটন ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, করোনা পজিটিভ হওয়া ব্যক্তি খেলোয়াড় নন। তবে তার পরিচয় জানানো হয়নি।

দুদলের ক্রিকেটারদের হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন করে সবার করোনা পরীক্ষা করানো হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ আসার আগ পর্যন্ত সবাইকে আইসোলেশনে থাকতে হবে।

উভয় দলের ক্রিকেটারদের করোনা টেস্টের ফল নেগেটিভ এলেই ম্যাচটির নতুন সময়সূচি নির্ধারণ হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আগের সূচি অনুযায়ী, শনিবার তৃতীয় ও শেষ ওয়ান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। 

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৩৩ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ জয় পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *