শেষ ওভারে ‘খুনে মেজাজে’র মিলার
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে ঝড় তুলেছেন মিলারছবি: ক্রিকেট আয়ারল্যান্ড টুইটার
টি–টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ২০১৭ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে গড়েছিলেন ডেভিড মিলার।
৩৫ বলে গড়া সে রেকর্ড পরে তাঁর একার দখলে না থাকলেও এই সংস্করণে দ্রুত রান তুলতে মিলারের যেন বিকল্প নেই। বেলফাস্টে কাল আয়ারল্যান্ডের বিপক্ষেও দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে প্রোটিয়া তারকাকে দেখা গেল খুনে মেজাজে।
অবশ্য আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা শুরুতেই চাপে পড়েছিল। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৫৮। মিলার এখান থেকে দলকে টেনে তুলেছেন ৪৪ বলে ৭৫ রানের দারুণ এক অপরাজিত ইনিংস খেলে।
৫টি ছক্কা ও ৪ চারে সাজানো এ ইনিংস দিয়ে বাংলাদেশের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মিলার। আয়ারল্যান্ড তাড়া করতে নেমে ১৯. ৩ ওভারে ১১৭ রানে গুটিয়ে যাওয়ায় ৪২ রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের এ সিরিজ ২–০ ব্যবধানে জয় আগেই নিশ্চিত করে রাখল তেম্বা বাভুমার দল।
শেষ ১০ ওভারে ১০১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা, এর মধ্যে শেষ ৫ ওভারে ৬৮—এই ঝোড়ো শেষের ‘নায়ক’ মিলার। ইনিংসের শেষ ওভারে ৪ ছক্কায় নিয়েছেন ২৪ রান—এর মধ্যে শেষ ৩ বলে ৩ ছক্কা!
টি–টোয়েন্টি ইনিংসে মিলার এর আগে শেষ ওভারে একাই ন্যূনতম ২৪ রান তুলেছেন আরও দুটি ম্যাচে—২০১৯ সালে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে এবং ২০১৭ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার হয়ে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ (৭৩) ছক্কা মারার রেকর্ডও এখন মিলারের।
এ বছর টি–টোয়েন্টিতে শেষ ওভারে মোট ১৫ বল খেলে ৫৪ রান তুলেছেন মিলার। এর মধ্যে চার মাত্র ১টি, ছক্কা ৮টি! টি–টোয়েন্টিতে শেষ ওভারে (২০তম) ১৫ ছক্কা মেরেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান, যা আর কেউ পারেননি।
তাঁর দারুণ এ ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৫৯ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। লেগ স্পিনার তাবরেইজ শামসি (৩/১৫) ও বাঁহাতি স্পিনার বিয়ন ফরচুনের (৩/১৬) সামনে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড।