শহীদ জিয়া ছাত্র পরিষদের সঙ্গে সম্পর্ক নেই: বিএনপি
–
শহীদ জিয়া ছাত্র পরিষদ নামের কথিত সংগঠনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ। সোমবার তাঁর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়।বিজ্ঞাপন
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ জিয়া ছাত্র পরিষদ নামের একটি সংগঠন করা হয়েছে বলে জানা গেছে। তবে এই সংগঠনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক কিংবা সংশ্লিষ্টতা নেই।
দলের নেতা–কর্মীদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা–কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের ওই সংগঠন নিয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হচ্ছে।