ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৫ ও করোনার উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের আব্দুর রব (৭২), খোদেজা (৬০), আমজাদ হোসাইন (৪২), তারাকান্দা উপজেলার খাদিজা খাতুন (৪৩) ও নেত্রকোনা সদরের নুরুল হক (৮০)। করোনার উপসর্গ নিয়ে যাঁরা মারা গেছেন, তাঁরা হলেন ময়মনসিংহ সদরের নীলিমা বিশ্বাস (৬২), ফিরোজা বেগম (৬০), মিহির কান্তি সান্যাল (৬৬), সেতু জামান (৫৮), ফিরোজা বেগম (৬০), হালুয়াঘাট উপজেলার আলতাফ (৬৫) ও জামালপুর মেলান্দহ উপজেলার আক্কাস আলী (৭৪)।
করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। তিনি বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৭ জন ভর্তিসহ আজ বুধবার সকাল পর্যন্ত ৪৪৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে চিকিৎসাধীন ২১ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৮টি নমুনা পরীক্ষায় ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬২৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৮৪ জন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৩ হাজার ১৪১ জন আইসোলেশনে আছেন।