সেই আজভ যোদ্ধাদের ‘ফাঁসির’ দাবি জানাল রাশিয়া
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারখানা থেকে আটক আজভ যোদ্ধাদের ফাঁসির দাবি জানিয়েছিল ব্রিটেনের রুশ দূতাবাস। শনিবার এই দাবির তীব্র নিন্দা জানিয়েছে ইউক্রেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি কারাগারে হামলার নিয়ে মস্কো-কিয়েভের পরস্পরকে দোষারোপের মধ্যেই রুশ দূতাবাস এক টুইট বার্তায় এই দাবি জানাল। ওই কারাগারে আজভ যোদ্ধারাও বন্দি ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে।
ব্রিটেনের রুশ দূতাবাস টুইটারে জানায়, আজভ যোদ্ধাদের মৃত্যুদণ্ডই প্রাপ্য। তবে এই মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে নয়, বরং ফাঁসি দিয়ে কার্যকর করা উচিত। কারণ তারা সত্যিকারের যোদ্ধা নন। অপমানজনক মৃত্যু তাদের প্রাপ্য।
মারিউপোলে ইউক্রেনের শেষ দুর্গ আজভস্টাল স্টিল কারখানার পতনের পর সেখানে অবস্থানরত এক হাজারের বেশি যোদ্ধা আত্মসমর্পণ করেন।