ওসির স্লোগানের সমালোচনা করায় ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি
যুবলীগের আইনবিষয়ক সম্পাদকের পদ থেকে সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার যুবলীগের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য সায়েদুল হককে অব্যাহতি দেওয়া হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের কর্মসূচিতে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন স্লোগান দেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক কর্মকর্তা বলছেন, প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে স্লোগান দিয়ে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ লঙ্ঘন করেছেন।
সায়েদুল হক এ ঘটনার সমালোচনা করে ফেসবুকে একটি ভিডিও দেন। এরপর যুবলীগের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার খবর এল।