ভ্যাকসিনের জন্য আমার প্রচেষ্টা ছাড়া ১০ কোটি মানুষের মৃত্যু হতো: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার প্রশাসনের সময় ভ্যাকসিন তৈরিতে উৎসাহ প্রদানে যে প্রচেষ্টা চালানো হয়েছে, তা না করা হলে বিশ্বে ১০ কোটি মানুষের মৃত্যু হতো। জনগণকে কোভিড মহামারি থেকে বাঁচাতে তার প্রশাসন গ্রহণ করেছিল ‘অপারেশন ওয়ার্প স্পিড’। ট্রাম্পের দাবি, এটি গ্রহন না করা হলে বিশ্বের অবস্থা এখন স্প্যানিশ ফ্লু’র মতো হতো। ১০০ বছর আগের ওই মহামারিতে পুরো বিশ্ব ব্যবস্থায় বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়েছিল। প্রাণ হারিয়েছিল ১০ কোটি মানুষ। ট্রাম্প বলেন, আমাদের প্রশাসন যদি ভ্যাকসিন নিয়ে না আসতো তাহলে ১৯১৭ সালের মতো ১০০ মিলিয়ন মানুষের মৃত্যু হতো। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
১৯১৮ সালে যে স্প্যানিশ ফ্লু ছড়িয়েছিল তাতে বিশ্বজুড়ে ৫ কোটি থেকে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়।eসেখানে কোভিড-১৯ এখন পর্যন্ত ৪৩ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৬ লাখ ১৬ হাজার জন। যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন। যদিও এখনও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশটিতে উচ্চ সংক্রমণ রয়ে গেছে।
ট্রাম্প বলেন, তিনি ভ্যাকসিনের ‘বড় ভক্ত’। তবে যারা ভ্যাকসিন নিতে চান না তাদের মতামতকেও তিনি শ্রদ্ধা করেন। তিনি নিজেও প্রথম দিকেই ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। তিনি দাবি করেন, তার প্রচেষ্টার কারণেই ৯ মাসে ভ্যাকসিন পেয়েছে বিশ্ব। নইলে এর জন্য ৫ বছর সময় লাগতো।