উত্তরপ্রদেশে বাসচাপায় ফুটপাতে ঘুমন্ত ৭ তীর্থযাত্রী নিহত
ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দ শহরে বাসের চাকায় পিষ্ট হয়ে ফুটপাতে ঘুমিয়ে থাকা সাত তীর্থযাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে বুলন্দ শহরের নরোরার গঙ্গাঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ফুটপাতের উপর উঠে যায়। এসময় নিহতরা ওই ফুটপাতের উপর ঘুমিয়ে ছিলেন।
নিহতদের মধ্যে রয়েছেন চার নারী ও তিন শিশু। তারা সবাই একই পরিবারের বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুসারে, নিহতরা উত্তরপ্রদেশের হাথরাসের বাসিন্দা। তারা গঙ্গায় পুণ্যস্নান করতে এসেছিলেন। গঙ্গাস্নানের পর তারা নারাউড়া ঘাট থেকে নিজেদের গ্রামের উদ্দেশে রওনা দেন। পথে রাত হয়ে গেলে ওই ফুটপাতে ঘুমিয়ে পড়েন তারা।
দুর্ঘটনার পর থেকে বাসচালক নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।